সারাদেশের আপামর জনতা জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে বললেন – জিএম কাদের
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির উদ্যোগে ২৩শে সেপ্টেম্বর রোজ শনিবার তিতাস উপজেলার করিকান্দি মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলার জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ মো ইফতেকার আহসান হাসানের পরিচালনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক কুমিল্লা(০২)আসনের সাবেক এমপি মো আমির হোসেন ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রেজাউল করিম ভুইয়া, কেন্দ্রীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা সংরক্ষিত আসনের এমপি বেগম রওশন আরা মান্নান,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রেজা খোকন,কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট ইউসুফ আজগর, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জননেতা মো গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশে আজ নৈরাজ্য চলছে। ক্ষমতায় থেকে নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ। আর বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চার বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ লুটপাটের জন্য দুই দলকে চায় না। জনগণ চায় জাতীয় পার্টিকে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সারাদেশের আপামর জনতা জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও পরনির্ভরশীলতার কারণে জনগনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
সরকার দলীয় লোকজন জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে। সেদিন আমি আপনাদের এলাকার একটি ভিডিওতে দেখলাম, একজন আওয়ামী লীগ নেতা একজন শিক্ষককে বলছেন ‘এই বেটা জয় বাংলা বল।’ এই হলো আওয়ামী লীগ ও সরকারের চরিত্র। সরকার ও সরকারদলীয় লোকজন যদি এক হয়ে যায় তাহলে সেখানে একনায়কতন্ত্র কায়েম হয়। বাক্স্বাধীনতা সরকার বন্ধ করে দিয়েছে।