মোঃ রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণরত ৪০তম এস আই ক্যাডেট ব্যাচের আরো ৩ প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত সোমবার (১৮ নভেম্বর) তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছ। এই তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।
তিনি জানান , ওই ৩ জনকে তাদের অব্যাহতিপত্র দেওয়া হয়েছে। প্রশিক্ষণ মাঠে শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে যথাযথ জবাব দিতে না পারার কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রলেও আরও জানান তিনি।
এর আগে, গত ২১ অক্টোবর ৪০তম এস-আই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জন ও ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জন ক্যাডেট এস-আইকে অব্যাহতি দেওয়া হয়। এদের বিরুদ্ধে নাশতা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়। সব মিলিয়ে এই ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এস-আইকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত সোমবার সর্বশেষ অব্যাহতি পাওয়া ৩ জনকে গত ১৩ নভেম্বর শোকজ করা হয়েছিল। কৈফিয়ত তলবনামা শিরোনামের ওই চিঠিতে বলা হয়, “গত ১২ নভেম্বর জিমনেসিয়ামে ক্যাডেট এসআইদের রাত্রিকালীন কম্বাইন্ড ক্লাস ছিল। ওই ক্লাসে যাওয়ার সময় কোম্পানির সিএই যথাসময়ে ফলইন করিয়ে রওনা করেন। কিছু দূর যাওয়ার পর আপনি মূল দল থেকে আলাদা হয়ে যান। আপনাকে বারবার দলের সঙ্গে মিলে সঠিকভাবে মার্চিং করে যেতে বললেও আপনি কোম্পানির সিএইচএম এর কথা না শুনে কমান্ড অমান্য করে সঠিকভাবে মার্চিং না করে উচ্চস্বরে হইচই করতে থাকেন। এই ধরনের বিশৃঙ্খলা করাতে বাংলাদেশ পুলিশ একাডেমির নিয়ম শৃঙ্খলার পরিপন্থি মর্মে কোম্পানি সিএইচএম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত প্রতিবেদন দাখিল করেন। তাই আপনাকে কেন চলমান মৌলিক প্রশিক্ষণ হতে অব্যাহতি প্রদান করা হবে না তার সন্তোষ-জনক ব্যাখ্যা কৈফিয়ত তলবনামা প্রাপ্তির পরবর্তী ৩ দিনের মধ্যে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।”
তবে যে কারণ দেখিয়ে কৈফিয়ত তলব করা হয় সে রকম কোনো ঘটনা মাঠে ঘটেনি বলে দাবি করেছেন অব্যাহতি পাওয়া এক ক্যাডেট এস আই। তিনি বলেন, “যে অভিযোগে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে সেদিন এমন কোনো ঘটনাই ঘটেনি। অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারবে না সারদা কর্তৃপক্ষ। আমাদের অন্যায়ভাবে অব্যাহতি করা হয়েছে।”