
তাহের তারেক:
নিরপেক্ষতার স্বাক্ষর স্বরুপ লটারীর মাধ্যমে সাবমার্সিবল গভীর নলকুপ বিতরন
নতুন বাংলাদেশ গড়ার লক্ষে এবং নিরপেক্ষতার সাক্ষর স্বরুপ সাধারন জনগনের দাবী পূরনের লক্ষে, গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার। সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে সাভার উপজেলায় বরাদ্দকৃত সাবমার্সিবল গভীর নলকূপ স্থাপনের নিমিত্তে ২২০ টি আবেদন জমা পরে। এমতবস্থায় আবেদনকারীদের তুলনায় সাবমার্সিবল পাম্পের সংখ্যা কম হওয়ায় অনেকটা সিদ্ধান্তহীনতায় ভুগতে দেখা যায় সাভার উপজেলা প্রশাসন।
পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং অনুসন্ধান শেষে প্রায় সবগুলো আবেদনকারী দরিদ্র এবং সাবমার্সিবল গভীর নলকূপ পাওয়ার উপযোগী মনে হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বিশেষ বিবেচনায় সাবমার্সিবল গভীর নলকূপ গুলো কারো জন্য বরাদ্দ না করে বিতর্ক এড়াতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এবারই প্রথমবারের মতো ইউনিয়ন ভিত্তিক লটারির আয়োজন করে উপজেলার অন্যান্য কর্মকর্তা এবং সাংবাদিকদের সামনে লটারির মাধ্যমে বিজয়ী উপকারভোগীদের নির্বাচন করে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সাভার উপজেলা সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। লটারি মাধ্যমে ৬৫ জন উপকারভোগীকে নির্বাচিত করা হয়।
লটারির ড্র অনুষ্ঠিত হবার পর সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)আবুবকর সরকার বলেন,সাভার উপজেলায় বরাদ্দের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে আমরা লটারির আয়োজন করেছি। এছাড়া আবেদনপত্র যাচাইবাছাইয়ে দেখা যায় যারা আবেদন করেছেন তারা প্রায় সবাই সাবমার্সিবল গভীর নলকূপ পাওয়ার যোগ্য । কিন্তু বরাদ্দের পরিমান কম হওয়ায় আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিকে সাবমার্সিবল গভীর নলকূপ প্রদান করার জন্য নির্বাচন করেছি। বাংলাদেশের কোথাও এমন ভাবে লটারির মাধ্যমে সাবমার্সিবল গভীর নলকূপ বিতরণ করা হয়েছে কিনা সেটি তার জান নেই বলে তিনি জানান। মাত্র ১০ হাজার টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রায় দেড় লাখ টাকা মূল্যের সাবমার্সিবল গভীর নলকূপ গুলো সাভারের প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানির চাহিদা মেটাতে কাজে লাগবে।
তিনি আরো বলেন,আমি মনে করি ৩৬ জুলাই’র স্পিরিট ধরে রাখতে হলে শুধু সাভার উপজেলা প্রশাসন নয় গোটা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক স্তরে সাধারণ মানুষের সেবা নিশ্চিতের লক্ষ্যে শতভাগ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করা উচিত এবং সাভার উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি করছে।সরকার কর্তৃক রাষ্ট্রের সাধারণ নাগরিকদের জন্য যে সকল সেবা রয়েছে সেসব সেবা আমরা বিশেষ করে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছি এবং অব্যাহত থাকবে। এসময় তিনি সাভারের সাধারন জনগোষ্ঠীর সর্বোচ্চ সেবা নিশ্চিতে উপস্থিত গণমাধ্যম কর্মী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।