
তাহের তারেক,
ঢাকা জেলার সাভার উপজেলার অন্তর্গত ঢাকা আরিচা মহাসড়কে সি, এন্ড,বি স্ট্যান্ডে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, অবৈধ ভাসমান দোকান পাটের কারণে যানজট সৃষ্টি হয় পথচারীদের চলাচলের বিঘ্ন ঘটার কারণে এসব দোকানপাট বুল ডেজার দিয়ে উচ্ছেদ করা হয়।
বুধবার ১৯ ফেব্রুয়ারি সকাল ১১ টা হইতে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, এবং সাভার মডেল থানার পুলিশ, সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সওগাদুল আলম ও তার সঙ্গীও ফোর্স,।
জনাব মোঃ জহিরুল আলম বলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয় তিনি আরো জানান সড়কের আশেপাশে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকান ও স্থাপনার কারণে যানবাহন চলাচল বিঘ্ন ঘটায় যার কারণে জন ভোগান্তির শিকার হয়।
তিনি আরো বলেন আমরা স্থানীয় সকলের সহযোগিতা কামনা করি এবং অভিযান পরিচালনা চলছে এবং অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।