
আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে এসেছে
আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকেআমিনবাজার পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে এ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস প্রতিনিধিরা জানায়
পাওয়ার গ্রিডের এ কেন্দ্র ৪০০/১৩২ কেভির। এখানে তিনটি ট্রান্সফরমার রয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
মো ফাহিম চৌধুরী
সাভার উপজেলা প্রতিনিধি