সাভার প্রতিনিধিঃ
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাভারে ১৫ টাকা কেজি চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৫ ডিসেম্বর ) ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের উদ্যোগে হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই চাল সুবিধাভোগীদের মাঝে বিক্রি করা হয়।
সুবিধাভোগী তানজিমা খাতুন জানান, সারাদিন অন্যের দুয়ারে দুয়ারে না গেলে পেট চলে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হয়। কয়দিন ধরে বাসার চালও ফুরিয়ে এসেছে, দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি। এরই মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলমের হাতে প্রধানমন্ত্রীর উপহার চাল পেয়ে তিনি মহাখুশি। কথা হয় জয়নাবাড়ী এলাকার শাহ আলম ও বিলকিস বেগমের সঙ্গে। এক মাসেরও বেশি সময় ধরে তাদের আয় রোজগার অনেক কমে এসেছে। দিন এনে দিন খাওয়াটাও কঠিন হয়ে পরেছে তাদের। এমন সময় এই ১৫ টাকা দরে চাউল কিনতে পারবে কল্পনাও করেননি। আজ এ চাল পেয়ে মহা খুশি তারা।