সাভার প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন উপলক্ষে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু এবং সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর নির্দেশে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে সাভারের হেমায়েতপুরে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রঞ্জিত সাহা সহ-সভাপতি, নূর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, টিপু সুলতান, দপ্তর সম্পাদক ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ, রতন সাহা, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগ, আব্দুর রব খান সজিব, সাধারণ সম্পাদক সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, আব্দুল্লাহ আল শুকরানা, সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, কায়রুজ্জামান রঞ্জু, যুগ্ম আহবায়ক ধামরাই পৌর স্বেচ্ছাসেবক লীগ, মোজাম্মেল মিয়া, সহ-সভাপতি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ, সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীদের নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।