সাভারে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের বেপারী পাড়া এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে রুবি আক্তার (২৫) নামের এক গৃহবধূ মধ্যরাতে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও পারিবারিক সূত্রের ভাষ্য, ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ততার কারণে স্ত্রীকে সময় না দেওয়ায় তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
মৃত গৃহবধূর বড় বোন অভিযোগ করে বলেন, ‘ রুমিকে অবহেলা করতেন স্বামী ফাহিম হোসেন । অসুস্থ থাকলেও ঠিকমতো তার চিকিৎসা না করিয়ে শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তাঁর এ অবহেলার কারণে আমার বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’ মৃত গৃহবধূর স্বামী ফাহিম হোসেন নারায়নগঞ্জ এলাকায় ব্যবসা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ট্যানারি পুলিশ ফাড়ির এস আই আবদুল জলিল বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে । তবে বিষয়টি নিয়ে পরিবারের অভিযোগ রয়েছে, সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত রুমা আক্তারের গ্রামের বাড়ি ভাঙ্গলী থানার নয়া ভাঙ্গনী এলাকার পটুয়াখালী জেলার বাসিন্দা ।