তাহের তারেক, সাভার:
সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে উঠান বৈঠক করেন মোহাম্মদ খোরশেদ আলম।তার নিজ বাসভবনে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার বক্তব্যে বলেন বিগত দিনে আমি যে পরিমাণে নির্যাতিত হয়েছি সাভারে এপরিমাণে নির্যাতিত কোন নেতা নেই। মামলা হামলা জেল জুলুম বাড়ি ভাঙচুর লুটপাট কি হয়নি বিগত ১৫ বছরে ।আমার বাড়ী ভাঙচুর হয়েছে মামলা হয়েছে হামলা হয়েছে কি হয়নি আমার উপরে তারপরও আমি সাভারের মানুষের ভালোবাসা পেয়েছি বলেই এখনো স্বাভাবিক রয়েছি। আমি চাই বিগত দিনে সাভারের মানুষ এবং সাভার পৌরসভার মানুষ আমাকে এভাবে ভালবাসবে।
খোরশেদ আলম বলেন আমি ওয়ার্ড এর যুবদল কর্মী থেকে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হয়েছি আমি দীর্ঘদিন কাউন্সিলের দায়িত্ব পালন করেছি এজন্য সাভার পৌরসভার কোথায় কোথায় সমস্যা আছে সে বিষয়ে আমি অবগত। তাই আমি আপনাদেরকে সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে আমি মেয়র নির্বাচন করতে চাই আপনারা আমার পাশে থাকবেন আশা করি। আপনাদেরকে নিয়ে আমি সাভার পৌরসভাকে একটি রোল মডেল পৌরসভা গড়তে চাই।
আরো বলেন আপনার সাথে আমার মত আদর্শের ভেদাভেদ থাকতে পারে আমি যদি মেয়র হতে পারি আমি সব মানুষের কাজ করব কেননা ওটা আমার নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন আমি গ্রীন সিগনাল পাওয়ার পরেই মেয়র নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এবং আল্লাহ পাক রব্বুল আলামীন চাইলে আমার নমিনেশন আমিন ইনশাল্লাহ।