সাভারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ ও কোরিয়ান ভাষা শিক্ষা প্রশিক্ষণের শুভ উদ্বোধন
সাভার প্রতিনিধি:
সাভারের হেমায়েতপুর তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে (২৪শে জুন) পবিত্র-ঈদুল-আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমরের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কালে ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন,পবিত্র-ঈদুল-আযহা উপলক্ষে সারাদেশে দুস্থ অসহায়দের জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। এসময় দুস্থ অসহায়দের মাঝে বিনামূল্যে ঈদুল-আযহা উপলক্ষে পোলাওয়ের চাল, চিনি, সেমাই, দুধ, পেঁয়াজ, আলু ও তেল বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, অসহায়দের মাঝে সেলাই মেশিন ও শূন্য থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করায় বেশ কয়েকজনকে উপহার হাতে তুলে দেওয়া হয়।
এছাড়াও ইউনিয়ন পরিষদে, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর (১%) ২০২৩/২৪ অর্থ বছরের ইংলিশ স্পোকেন ও কোরিয়ান ভাষা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন তিনি।অবশেষে তিনি ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্প স্তবক অর্পণ করেন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ,ইউপি সচিব আবুল কালাম আজাদ,শাহ আলম,ইউপি সদস্য ফিরোজ কাজল,নিজাম,মিন্টু আহমেদ, ইয়াকুব আলী পলাশ,নাজমুল ও আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।