মোঃ নুর হোসেন, সাভার প্রতিনিধিঃ
সাভারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ জুন) বিকালে তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় দুটি শক্তিশালি দল অংশগ্রহণ করে। ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ দল বনাম হরিনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ দল। এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে। হরিনধরা একাদশকে হারিয়ে ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ দল ট্রফি জিতে নেয়।
সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য ইয়াকুব আলী পলাশ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, শফিকুল ইসলাম পাটওয়ারী, মোঃ আশরাফ উদ্দিন সহ আরো অনেকে।
খেলা শেষে বিজয়ী ও রার্নার-আপ দলের মধ্যে ট্রফি বিতরন করা হয়।