চট্টগ্রাম ব্যুরো:
সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ ও ছোট দারোগারহাট তাহের-মনজুর কলেজে এইচ.এস.সি ২০২৪ পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আলহাজ্ব মোহাম্মদ শাহীন আলম। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মোস্তফা হাকিম গ্রুপ এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম। আলোচনা করেন, কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সমাজসেবক নেছার আহম্মদ, উপাধ্যক্ষ মাহফজুল হক চৌধুরী, প্রফেসর আবু ছগির, কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনিন রব ও সামিনা আকতারসহ অন্যরা। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল মান্নান। ছোট দারোগারহাট তাহের-মনজুর কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থী ২০২৪ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর। এতে প্রধান অতিথি ছিলেন তরুণ সমাজসেবক ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ বাদশা আলমসহ কলেজের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য যে, উভয় কলেজে মোট ১৮শত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। উভয় কলেজের এইচ.এস.সি ২০২৪ শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুন শিল্পোদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার বর্তমান শিক্ষার্থীরা। তাদের হাত ধরে দেশ সামনে এগুবে। জ্ঞাননির্ভর ও সু-শিক্ষিত জাতি ছাড়া দেশ ও জাতির কল্যাণ সম্ভব নয়। সে কারণে তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন, চরিত্র গঠন এবং দেশপ্রেম ধারণ করার পরামর্শ দেন।