বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

সাবেক তথ্য কর্মকর্তা খালেদ বেলাল আর নেই

Logo
ifnews05@gmail.com সোমবার, ৩০ ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধিবিশিষ্ট গল্পকারলেখক, প্রবীণ সাংবাদিক   সাবেক তথ্য কর্মকর্তা  খালেদ বেলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন )

সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় নগরীর বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স ছিলো ৮৫বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদ বেলালের পুত্র চট্টগ্রামের জনপ্রিয়চট্টলা টিভিরসম্পাদক সাজ্জাদ বিন খালেদ সুমন।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি খালেদ বেলাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে নগরীর বেসরকারি একটিহাসপাতালে নিয়ে আসেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

১৯৩৮ সালের  পহেলা জানুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া মৌলভী বাজারের পাশে ওলি গান্ধীর বাড়িতে জন্ম গ্রহণ করেনতিনি।

খালেদ বেলাল দৈনিক ঈশান পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি একাধারে সাংবাদিক, সাবেক তথ্য কর্মকর্তা বিশিষ্টগল্পকার ছিলেন।

তাছাড়া `আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিগানের রচয়িতা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর সাথেআওয়াজপত্রিকায় কাজ করেছেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে রেখেছেন সক্রিয় ভুমিকা হিসেবে কলামিস্ট হিসেবেও  কাজ করেছেন।  চট্টগ্রামেরআঞ্চলিক দৈনিক পূর্বদেশ পত্রিকায়, কর্মজীবনের শুরুতে তিনি ঢাকার দৈনিক পয়গামে চাকুরী করেছেন। তারপরে ১৯৬২ সালেবাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। বিসিএস তথ্য কর্মকর্তা হিসেবে চট্টগ্রামের বিভাগীয় সংবাদপত্র পরিদর্শক, ভারপ্রাপ্ত উপপ্রধানতথ্য অফিসার, ২৪ পদাতিক ডিভিশনে প্রেস লিয়াজোঁ অফিসার চট্টগ্রাম তথ্য অধিদপ্তর (পিআইডি) এর প্রধান হিসেবে দায়িত্ব পালনকরেন। সরকারি দায়িত্ব থেকে অবসর নিয়ে আবারো যুক্ত হন সাংবাদিক পেশায়। এরপর কাজ করেন ইংরেজী দৈনিকদ্য পিপলস ভিউসহ আর অনেক পত্রিকায়।

ADVERTISEMENT

প্রখ্যাত এই সাংবাদিক খালেদ বেলাল রচিত উল্লেখযোগ্য প্রকাশনা গুলোর মধ্যে অন্যতম হল  ক্ষমা চাই শরীফার মা, নৈ:শব্দে তোমারপ্রতিধ্বনি, অন্য এক বিশাখা চৌধুরী, স্মৃতির লাল মর্গে, স্পর্শে অঙ্গার মন, মরাগাঙে ডুবসাঁতার, আমৃত্যু পূর্ণিমা জামান, কৃষ্ণপক্ষেরজোছনা, শুধু তোমার জন্য এবং জীবনালেখ্য: জীবনানন্দ মহাথেরো। এছাড়াও খালেদ বেলাল সম্পাদনা করেছেন ফ্যালকনরি ইন দ্যাহিলস, অন্ধকারে সূর্যোদয়, হাদিস: প্রতিদিন প্রতিমুহূর্ত, হেরার দ্যুতি, বসন্তে বৈশাখী ঝড়, মানবপ্রেমিক জোশেফ রেসিন্সকি, হৃৎপিন্ডেরছন্দবৈষম্য এবং হৃদরোগ বিষয়ে প্রাসঙ্গিক ভাবনা, প্রতিরোধ প্রতিবিধান।

মৃত্যুকালে খালেদ বেলাল দুই ছেলে, দুই মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদে আছর গরীব উল্লাহ শাহমাজার মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায় পরিবারের সদস্যদের কাছ থেকে।

অন্যান্য সংবাদ

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মঙ্গলবার (৩ ডিসেম্বর) লাকসাম পৌর কনফারেন্স হলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় …

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি দারুস সালাম মহিলা মাদ্রাসা এতিমখানার হাফেজা ছাত্রীদের সনদ প্রদান ও …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের যুবক। …