
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিব হাইকোর্টে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়ে খালাস প্রাপ্ত হওয়ায় তৎক্ষণাত তালায় উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আনন্দ মিছিল ও মিষ্টি বিতারণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তালা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল,জাসাসের নেতৃত্বে একটি আনন্দ মিছিল তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় তালা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহব্বায়ক মির্জা আতিয়ার রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিশ্বাস অজেত আলী, তালা উপজেলা জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস, তালা থানা ছাত্রদলের আহব্বায়ক হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন, তালা জাসাসের আহ্বায়ক বিশ্বাস ফারুক হোসেন,বিএনপি নেতা সাবেক সাজেন্ট আব্দুর রহিম, যুবদলের সৈয়দ আজম, মীর মিল্টন,হাফিজুর রহমান, তালা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহম্মদ আলী সরদার সাজু, সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক খান নাজমুল হুসাইন,সেচ্ছাসেবক দলের ফারুক হোসেন প্রমুখ। পথ সভা শেষে মিষ্টি বিতারণ করা হয়।