
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের ৩সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। উক্ত কমিটিতে আহবায়ক এ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সিনিয়র যুগ্ন আহবায়ক আনারুল ইসলামকে করে ৩ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।একই সাথে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ পদান করা হয়। সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এমন জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসানকে অভিনন্দন জানিয়েছেন।