
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা কালিগঞ্জ “বিষ্ণপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়” অবৈধ প্রক্রিয়ায় বসানো নিয়োগ বোর্ড বৈধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। বিদ্যালয় সুত্রে প্রকাশ, গত ইং ২৩-১১-২৩ তারিখ কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে “কম্পিউটার ল্যাব অপারেটর ও আয়া” পদে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ০৯-০২-২৪ ইং তারিখ অত্র বিদ্যালয়ে সকাল ১০ টার সময় উল্লেখিত দুই পদের বিপরীতে নিয়োগ বোর্ড বসানো হয়। এক্ষেত্রে মানা হয়নি ১০ই জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের নতুন জারীকৃত পরিপত্রের নীতিমালা ও নির্দেশনা। গত ১০-০১-২৪ ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্রের নির্দেশনা অনুযায়ী শুন্য পদে নিয়োগ প্রদানের জন্য বহুল প্রচারিত দুইটি দৈনিক একটি জাতীয় এবং একটি স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি ব্যাপকভাবে প্রচার করতে হবে। উল্লেখ্য, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা “২০২১” এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী শুন্য পদের ধরন এমপিও নাকি নন এমপিও পদ, সংখ্যা, আবেদন ফি,প্রত্যেক পদের ক্ষেত্রে নিয়োগ যোগ্যতার আবশ্যকীয় শর্তাবলী, বেতন গ্রেড, আবেদন দাখিলের নিয়ম সহ আবেদন দাখিলের সর্বশেষ তারিখ ও সময় উল্লেখ করতে হবে। অথচ বিষ্ণুপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ১০ই জানুয়ারি জারীকৃত পরিপত্রের নতুন নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী দেওয়া হয়নি নতুন নিয়মে পত্রিকায় বিজ্ঞপ্তি। এ ছাড়া অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির পক্ষ থেকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়নি। বিষ্ণপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য সমীর কুমার মন্ডল অভিযোগ তুলে বলেন, চলতি বছরের ০৯ ফেব্রুয়ারী শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র উপেক্ষা করে বিদ্যালয়ে নিয়োগ বোর্ড বসানো হয়। তিনি বলেন, ঐ নিয়োগ পরীক্ষায় ম্যানেজিং কমিটির ১১ জন সদস্যের মধ্যে ৬ জন সদস্য আমরা সহি সাক্ষর থেকে বিরত আছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে অবৈধভাবে বসানো নিয়োগ বোর্ড কে বৈধ করার নিমিত্তে তারা ইতিমধ্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সে কারণে ২৭ মার্চ বিদ্যালয়ে সবাইকে উপস্থিত থাকার জন্য নোটিশ করেছেন ইউএনও এ দাবি করেন বিদ্যুৎসাহী সদস্য সমীর কুমার মন্ডল। সমীর মন্ডল বলেন, আমরা চাই শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী পুনরায় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিধিমোতাবেক যথাযথ ভাবে নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নকরণ করা হোক। খোজ খবর নিয়ে জানা গেছে, উল্লেখিত বিদ্যালয়ে নিয়োগ বোর্ডে ডিজি’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম টুকু, উপস্থিত ছিলেন না কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ। বিদ্যালয় সুত্রের বরাতে জানা গেছে, তার পক্ষ থেকে একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। নীতিমালা অনুযায়ী যদিও সাতক্ষীরা জেলা প্রশাসকের একজন প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল এবং ম্যানেজিং কমিটির সভাপতি দেবদাস মন্ডল। এ বিষয় ২২ শে ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র না মেনে কালিগঞ্জ বিষ্ণপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার বৈধতা নিয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু পরিপত্রের নীতিমালা উপেক্ষা করে পত্রিকায় বিধিমোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে ০৯ ফেব্রুয়ারি নিয়োগ বোর্ড বসানো হয়েছে তাই এই নিয়োগ পরীক্ষা অবৈধ বলে বিবেচিত হবে। তিনি বলেন, পরিপত্র মেনে নতুন করে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সকল নিয়ম মেনে তবেই পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয় বিষ্ণুপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল এর সাথে সরাসরি আলাপকালে তিনি বলেন, ১০ ই জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত নতুন পরিপত্রের নীতিমালা অনুযায়ী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে নিয়োগ বোর্ড বসানোর সত্যতা নিশ্চিত করেন। এদিকে টাকার বিনিময়ে অবৈধ প্রক্রিয়ায় সম্পন্ন করা নিয়োগ বৈধ করার জন্য বিভিন্ন অফিস পাড়ায় দৌড়ঝাপ করছেন প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল এবং ম্যানেজিং কমিটির সভাপতি দেবদাস মন্ডল। এ বিষয় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ মুঠোফোনে আলাপকালে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র উপেক্ষা করে নিয়োগ বোর্ড বসানোর কোন সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কোন সুযোগ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র না মেনে ০৯ ফেব্রুয়ারি কালিগঞ্জ বিষ্ণপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বোর্ড বসানো এবং ঐ নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা ডিজি’র প্রতিনিধির দায়িত্ব ছিল, তাছাড়া ঐ দিন নিয়োগ বোর্ডে ডিজি’র প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক উপস্তিত ছিলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এ ব্যাপারে আরেকটু ভালো ভাবে জেনে বুঝে আপনাকে জানাতে পারবো। এ বিষয় ডিজি’র প্রতিনিধি আমিনুল ইসলাম টুকু এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আজহার আলী এর সাথে মুঠো ফোনে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের উপপরিচালক খন্দকার রুহুল আমিন মুঠোফোনে আলাপকালে বলেন, পুরাতন বিজ্ঞপ্তি দিয়ে যারা ১০ জানুয়ারির আগে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছেন তাদের নিয়োগ বৈধ। কিন্ত যারা ১০ জানুয়ারির পরে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র উপেক্ষা করে কেউ যদি নিয়োগ সম্পন্ন করেন তাহলে সে নিয়োগ বৈধ হবেনা।