খান নাজমুল হুসাইন
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এর ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার চালুর মাধ্যমেূ শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৪ জুলাই ১১টার সময় ভোমরা স্থলবন্দর ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ এর শুভ উদ্বোধন করছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ভোমরা স্থলবন্দর আরও গতিশীল হবে, স্বচ্ছতা আসবে, হয়রানি কমে যাবে এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী, সাহসী ও বিচক্ষণ নেতৃত্বের ফলে আমরা সমগ্র পৃথিবীর দৃষ্টির মধ্যে আছি।উক্ত উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা -২ আসনের সাংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-১ ফিরোজ আহমেদ স্বপন এম.পি, সাতক্ষীরা-৩ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এম.পি, সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক এম.পি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি আরিফ আহমেদ মোস্তফা, (জি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ মোঃ আমিনুর রহমান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব নৌপরিবহন মন্ত্রণালয় মোঃ জাহাঙ্গীর আলম খান সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নৌপরিবহন মন্ত্রণালয় জিল্লুর রহমান চৌধুরী বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ডি এম আতিকুর রহমান, যুগ্মসচিব পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, ডিবিএলপি প্রকল্পের মোঃ হাসান আলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ড. মোঃ হারুনুর রশীদ। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, কান্ট্রি ডিরেক্টর সুইসকন্টাক্ট বাংলাদেশ এর মুজিবুল হাসান, সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, ভোমরা স্হল শুল্ক স্টেশন ডেপুটি কমিশনার মোঃ এনামুল হক, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজু, সহ সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক এস এম মাকছুদ খান প্রমূখ।