মোঃ রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার-
সাতক্ষীরার দেবহাটা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদৌস আলফাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোনা পাচার মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত। আজ ২৩ জুন খুলনা জেলা আদালতে তিনি জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত এই নির্দেশ দেন।
খুলনার লবণচোরা থানার ওসি মমতাজুল হক জানান, সম্প্রতি ৮ পিস সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতক্ষীরার সাঁকরাইল এলাকার আল ফেরদৌস আলফা ,মিলন মনিসহ পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় তিনি ৬ সপ্তাহের জামিন নেন হাইকোর্ট থেকে ।আজ তিনি আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মানবিক ভিসায় যাওয়া যাবে পর্তুগাল
ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ পর্তুগাল সরকার বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত...