স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম রবি
সাতক্ষীরার জেলা দেবহাটা উপজেলা এর ছাত্রদল ও যুবদল এর বিরুদ্ধে সাংবাদিকের অফিস দখল করেছেন মর্মে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেবহাটা উপজেলা ছাত্র দলের সফল আহ্বায়ক ইমরান ফরহাদ ও কামরুজ্জামান কামরুল ।
তিনি বলেন বিগত ০৫ ই আগস্ট ২০২৪ যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছেন,শৈরাচার সরকার খুনী হাসিনার সাতক্ষীরা ৩ আসনের এমপি ডাঃ রুহুল হকের বহনকারী ও ড্রাইভার ক্যাডার বাহিনীর (কানা শাওন)নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও একাধিক মিডিয়া তার বিরুদ্ধে ভুয়া সাংবাদিক,চাঁদাবাজ,মাদকসেবি, সাবেক এমপি ডাঃ আফম রুহুল হকের সহযোগিতায় টেন্ডারবাজি জমি দখল সহ অসাহায় মানুষকে মামলায় ফাসানোর মতো নেক্কার জনক ঘটনার শতভাগ তথ্য প্রমানে তাকে বহিষ্কার করেছেন।
সে বর্তমানে একাধিক মামলার আসামী হয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন।দেবহাটা উপজেলা যুবদলের(আহ্বায়ক)কামরুজ্জামান বলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপি র জনপ্রিয়তা নষ্ট করতে শৈরাচার সরকার খুনী হাসিনার দোসররা বিভিন্ন ভাবে মিথ্যাচার শুরু করেছেন।কারো দোকান ভাড়া নিয়ে অফিস তৈরি করার নাম জবর দখল বলেনা,মিথ্যার ও একটা সীমা থাকা দরকার।আমরা এ দেশের গণমাধ্যমকে সম্মান করি।পাশাপাশি মাহামুদুল হাসান শাওন এর মত ভুয়া সাংবাদিকদেরকেও ঘৃণাকরি।দেশের জন্য যারা জীবন দিয়েছেন সকল শহীদের আত্তার মাগফিরাত কামনা করি।যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে সকলের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করি।দেশনেত্রী মমতাময়ী মা বেগম খালেদাজিয়ার সুস্থতা ও দির্ঘআয়ু কামনা করি।আসুন দেশের কল্যানে সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপিকে সমর্থন করি।মনে রাখবেন দেশের উন্নয়নে মানুষের কল্যানে,এদেশের জনগনের ভোটারাধিক ফিরিয়ে দিতে,জনগনের বাক স্বাধীনতা উন্মুক্ত রাখতে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প নাই।আবারো বলবো ক্যাডার বাহিনীর মাহামুদুল হাসান শাওন এর মিথ্যা ভিত্তিহীন সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সেই সাথে আওয়ামী যুবলীগ কর্মী চাঁদাবাজ কানা শাওন কে আইনের আওতায় আনতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন দেবহাটা উপজেলাবাসী সহ সকল সুধীসমাজ।