
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা ম্যাজিষ্ট্রেটের আদেশ লঙ্ঘন করে তালা প্রেসক্লাবের সদস্য বহিঃভূত ব্যক্তিগন তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রতিবাদ সভা করায় তালা প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার বিকালে তালা প্রেসক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।উক্ত কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম, সিনিঃ সহ সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ, প্রবীন সাংবাদিক মোঃ আব্দুস সালাম, যুগ্ম- সম্পাদক এম.এ মান্নান, দপ্তর সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, বি.এম বাবলুর রহমান, মোঃ লিটন হুসাইন, মোঃ ফয়সাল হোমেন, পার্থ প্রতীম মন্ডল, মোঃ হাফিজুর রহমান, খাঁন আল -মাহবুব হুসাইন, কাজী জীবন বারী, সাংবাদিক মোস্তাফিজুর রহমার রাজু প্রমুখ।
সভায় সাতক্ষীরা জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশনা অমান্য করে তালা প্রেসক্লাবের নাম ব্যাবহার করে তালা প্রেসক্লাবের সদস্য বহিঃভূত ব্যক্তিগন তালা প্রেসক্লাবের নামব্যাবহার করে তালা প্রেসক্লাবের পরিচয় দিয়ে এক সন্ত্রাসী চরমপন্থির পক্ষে বিবৃতি প্রদানের সাথে তালা প্রেসক্লাবের কোন সম্পৃক্ততা নেই। তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে ভূয়া প্রতিবাদ সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ করায় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।