খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর তৈরীর কারখানায় অভিযানে পরিচালনা করে ২ মাসের জেলসহ নগদ অর্থ জরিমানা করা হয়েছে। এ ঘটনায় জেলা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে সেমাই এবং চানাচুর প্রতিষ্ঠান দুটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, রবিবার ২ই জুন ১টার সময় সাতক্ষীরা সদর এলাকার চালতেতলা মেজোমিয়ার মোড় নামক স্থানে মেসার্স মামুন এন্ড ব্রাদার্সের সেমাই কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। এ প্রতিষ্ঠানের মালিক জিয়াউল হক এর ৩০হাজার টাকা জরিমানাসহ ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যদ্রব্য প্রস্তুত করার ব্যবস্থা না হওয়া পর্যন্ত মিলের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেন তিনি। অপরদিকে, একই ২টার সময় সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরার
ঘোষপাড়ার ইভা এন্টারপ্রাইজে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরীর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা অভিযান পরিচালনা করেন। এ সময় ইভা এন্টারপ্রাইজের
মালিক শেখ আব্দুস সামাদকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত নিয়মে খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশন নিশ্চিত করার লক্ষ্যে মুচলেকা প্রদান করেন।একই সাথে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যদ্রব্য প্রস্তুত করার ব্যবস্থা না হওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।