
চট্টগ্রাম ব্যুরো– চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের ২টি এবং হানিফ পরিবহনের ১টি বাস আগুনে পুড়ে গেছে। বাসে কিভাবে আগুন লেগেছে তা জানতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। এসব বাস চট্টগ্রাম–কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করতো।
সোমবার (২০ নভেম্বর) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন দৈনিক সরেজমিন বার্তাকে জানান ভোর ৪টা ৩০মিনিটে আমরা খবর পেয়েছি। আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছেতা এখনো জানা যায়নি।