
দীঘিনালা প্রতিনিধিঃ
তারিখ- ২৪.০২.২০২৫
পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৪ ফেব্রুয়ারি (সোমবার) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানাযায়। যা পরবর্তীতে দ্রুত আশপাশের রিসোর্টে ও কটেজগুলোতে ছড়িয়ে পড়ে।
সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে গেছে, হোটেল, রিসোর্ট, কটেজ, রেষ্টুরেন্ট, চায়ের দোকান, বসতঘর সহ ছোট-বড় প্রায় একশত প্রতিষ্ঠান। এতে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো। আগুনের সূত্রপাতের বিষয়ে সুস্পষ্ট ধারণা না পেলেও বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।