সু-শিক্ষায় নিজেকে শিক্ষিত করলে কেউ দাবায়ে রাখতে পারবে না: এমপি কামারুল
কুষ্টিয়া প্রতিনিধিঃ
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, কুষ্টিয়া-২ আসনের সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা, সাগরখালী কলেজ কুষ্টিয়ার শ্রেষ্ঠ কলেজ, সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভাসহ নানা আয়োজনে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের সাগরখালী ডিগ্রি কলেজে সংবর্ধনা, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) সকাল ১১টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাংসদ ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। প্রধান বক্তা ছিলেন মিরপুর উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন, এমপি কামারুল আরেফিনের সহধর্মিণী দিশা আরেফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগরখালী ডিগ্রি কলেজ অধ্যক্ষ রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী