সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

সাকিবের বাবাকে হত্যা মামলায় আসামি করার দাবি ছাত্রদল সম্পাদকের

Logo
Desk Report 2 বুধবার, ৩০ ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ

মোঃ তারিকুল ইসলাম তুহিন,

জেলা প্রতিনিধি,মাগুরাঃ

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বাবাকে ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বি হত্যা মামলায় আসামি করার দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। একইসঙ্গে ছাত্র আন্দোলন চলাকালে মাগুরায় ১০ জন নিহত হলেও সেসব মামলার আসামি গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে জেলা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিম,সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়কসহ নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগস্টে ছাত্র আন্দোলনে মাগুরায় জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাসহ মোট ১০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। খবর নিয়ে জানতে পেরেছি সেসব মামলা বিশেষ করে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হত্যা মামলার একজন আসামিও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। এ বিষয়টি খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার।  এছাড়া আমরা শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের লোকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ছাত্রদল নেতা রাব্বি হত্যাকাণ্ডের আগে ৪ আগস্ট মাগুরা শহরে অবৈধ সরকারের এমপি সাকিব আল হাসানের বাবা অস্ত্রশস্ত্রসহ মিছিলের নেতৃত্ব দিয়েছেন। অথচ এ হত্যা মামলায় তাকে আসামি না করার ঘটনা রহস্যজনক।

তিনি বলেন, আমরা মাগুরা পুলিশ সুপারকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমাদের উদ্বেগের বিষয়টি জানিয়েছি। একইসঙ্গে রাব্বি হত্যা মামলায় সাকিবের বাবা মাশরুর রেজা কুটিলকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছি। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মিসভায় অংশ নিতে মঙ্গলবার মাগুরায় আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

ADVERTISEMENT

মাগুরায় নেতারা ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …