মাগুরা জেলা প্রতিনিধি/ শাহাৱুল ইসলাম
বিপিএলে ব্যস্ত থাকায় মাগুরা ১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান অডিও রেকর্ডে উদ্বোধন করলেন স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট 2024।
মঙগলবার বেলা সাড়ে ৩ টায় সদরের রাউতড়া মাঠে এ টুর্নামেন্টের প্রধান অতিথী হিসাবে জেলা প্রশাসক আবু নাসের বেগ উদ্বোধন করেন।
টুর্নামেন্টে সদর উপজেলার ১৩ ইউনিয়নের তেরোটি দল অংশ নিয়েছে।
উদ্বোধনের সময় অডিও রেকর্ডের মাধ্যমে সাকিব আল হাসান প্রথমে উপস্থিত না থাকার জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি বলেন,কাবাডি খেলা,ক্রিকেট থেকে ফুটবল খেলার ধারাবাহিক টুর্নামেন্ট শুরু হয়েছে। খেলা চলবে। সময় পেলেই মাগুরা ছুটে আপনাদের সাথে উপভোগ করবো।
আয়োজকদের থেকে জানা যায়,এই টুণামেন্টের সহযোগিতা করেছেন সাকিব আল হাসান। পেশাদার ও অপেশাদার খেলোয়ারদের সমন্বয়ে টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। সেই সাথে জাতীয় দলের বেশ কিছু খেলোয়ার কাবাডি ও বাস্কেটবলে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী খেলায় বগিয়া ইউনিয়ন ১ গোলে পরাজিত করে জগদল ইউনিয়ন একাদশকে।
উল্লেখ থাকে যে এইটুর্নামেন্ট থেকে যে উদীয়মান সেরা খেলোয়াড় হবে তিনি বসুন্ধরা গ্রুপের আন্ডার এই টিমে অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে জানান মাগুরা ১ আসনের এমপি সাকিব আল হাসানের ফুফাতো ভাই বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ক্যাপ্টেন মেহেদী হাসান উজ্জ্বল।
খেলায় উপস্থিত ছিলেন,মাগুরা সদর উপজেলার চেয়ারম্যান আবু নাসের বাবলু,মাগুরা পৌরসভার মেয়র খুশি দাদা টুটুল,মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির উসমান সহ অন্যান্য নেতাকর্মী ও সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারগণ তাছাড়া খেলার মাঠে হাজার ও দর্শকের ভিড় জমে