
মোঃ ইসারুল, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ (সচিব পদমর্যাদা) মহোদয়ের সঙ্গে জেলার সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অুনষ্ঠিত মতবিনিময় সভায় ড. সৈয়দ জামিল আহমেদ বলেন-শিল্পকলা একাডেমিকে জনবান্ধব করতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গণমুখি করতে হবে,আপনাদের তরফ থেকে শিল্পকর্ম যদি গণমুখি, জনবান্ধব হয়, শিল্প চর্চা যদি মানুষের কথা বলে তাহলে কোনো সমস্যা হবার কথা নয়।
শিল্পকলা একাডেমির মহপরিচালক বলেন-ঢাকায় মহিলা সমিতি মঞ্চে আমরা যখন নাটক করতাম তখন সেলিম আল দীনের কির্তন খোলা নাটক করেছি ভাঙ্গ মঞ্চে। কাজেই মঞ্চ কোনো বিষয় নয়, আপনারা ভালোভাবে শিখুন, দক্ষতা অর্জন করুন। ৭০, ৮০ কিংবা ৯০ এর দশকে তোকে ভর্তুকি লাগত না। এখন কেন লাগে। এসময় তো নিরাপত্তার দরকার হতো না, এখন কেন হচ্ছে। কারণ মানুষের কথা বলা হয় না। তাই মানুষের কথা বলতে