রাজধানীতে শনিবার ২৮ অক্টোবর পুলিশের টিয়ার শেলের আঘাতে রিকশা থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন সিনিয়র সাংবাদিকরফিক ভূঁইয়া ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ছিলেন।
চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারন সম্পাদক সালেহ নোমান রবিবার একবিবৃতিতে সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুতে শোক ও নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে সিএমইউজে নেতৃবৃন্দ বলেন, এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি হত্যাকান্ড। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদজানাচ্ছি এবং শোকাহত স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।
সিএমইউজে নেতৃবৃন্দ এই ঘটনার তদন্তপূর্বক দোষীদের শাস্তি দাবী করেছেন।–প্রেস বিজ্ঞপ্তি