
চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য দৈনিক পূর্বদেশ-এর স্টাফ রিপোর্টার ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
রোববার (২৩জুলাই) সিইউজের আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ-প্রতিরোধ আন্দোলনে প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান না দেখানোর প্রতিবাদ করায় ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। বাঁশখালীর স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে এ মামলা হয়েছে, যা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।
তারা আরও বলেন, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে হয়রানির উদ্দেশ্যে ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ‘ষড়যন্ত্রমূলক’ মামলাটি প্রত্যাহারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দাবি পূরণ না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন।
সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সিইউজের সিনিয়র সহসভাপতি রুবেল খান প্রমুখ।বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, মহাসচিব উত্তম বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।