শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

সাংবাদিক প্রান্ত পারভেজ এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Logo
Desk Report 2 রবিবার, ১৪ ২০২৪, ২:১৪ অপরাহ্ণ

সাউকি বিপ্লব, নিজস্ব সংবাদদাতাঃ

চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়রাজধানীর পল্লবীতে বাংলা টিভি’র রিপোর্ট প্রান্ত পারভেজকে পল্লবীর কুখ্যাত কিশোর গ্যাং ‘মাইরা দে’ গ্রুপের হামলা, মিথ্যা মামলা ও পরিবারের সদস্যদের শীর্ষ সন্ত্রাসী দিয়ে গুম খুনের হুমকির ঘটনায় হামলাকারী এবং হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার ও দেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ই জুলাই শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফ্রিল্যান্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ও বৃহত্তর মিরপুরের সাংবাদিকবৃন্দ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

উক্ত মানববন্ধনের প্রধান অতিথি বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক প্রান্ত পারভেজ এর নামে মিথ্যা মামলা, তার ওপর হামলা ও হুমকি দাতাদের ৭২ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা না হলে আগামীতে দেশের ৬৪ জেলায় আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও দুঃখ নিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের মাঠে আন্দোলন করতে হয় এটা খুবই দুঃখজনক।

এ সময় মিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের বলেন, সাধারণ মানুষের সুরক্ষায় অস্ত্রের লাইসেন্স দেয়া হলেও সাংবাদিকদের কেন দেয়া হয় না? আগামীতে প্রতিটি সাংবাদিকের সুরক্ষায় অস্ত্রের লাইসেন্সের অনুমতি দেয়ার কথাও জানান তিনি।

এ সময় মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মির আখতারুজ্জামান তারেক বলেন, ফোনে শীর্ষ সন্ত্রাসী পরিচয় দেয়ার পরেও এখনো গ্রেপ্তার না হওয়ায় এটি আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা বলেও ধিক্কার দেন তিনি।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সংগঠনের বক্তারা সাংবাদিক প্রান্ত পারভেজের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এম জামাল উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মুসা মিয়া সহ ঢাকা বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মাসুম বিল্লাহঃ ১৭ই জানুয়ারি ২০২৫ তারিখে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটি বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় একটি বিশেষ সভার আয়োজন করে। …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। …

মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি) অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ …