
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন এবং যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র ক্যামেরাপার্সন নাসিরুল আলম, ২৪শে ফেব্রুয়ারি দিবাগত রাত দেড় টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরীর আসাদগঞ্জ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজা ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় বদরশাহ মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়।
নাসিরুল আলমের ইন্তেকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে সিএমইউজের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মরহুম নাসিরুল আলম একজন নিবেদিত সংবাদ কর্মী ছিলেন। সততার সাথে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে গেছেন। তার কর্মময় জীবনের স্মৃতি আজীবন সহকর্মীদের প্রেরণা যোগাবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম নাসিরুল আলমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।