সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচারের দাবিতে কসবায় মানববন্ধন ও বিক্ষোভ।
সজল আহাম্মদ খান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
জামালপুরে দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদে কসবায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গণমাধ্যমকর্মীরা। গতকাল দুপুরে কসবা থানা প্রেস ক্লাব এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। – কসবা থানা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোবারক হোসেন চৌধুরী (নাছির) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন কসবা প্রতিনিধি ও কসবা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সজল আহম্মদ খান । প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক যায়যায় কাল ও দৈনিক
নবচেতনা কসবা প্রতিনিধি মোহাম্মদ রাসেল মিয়া, সহ- সভাপতি স্টাফ রিপোর্টার অন্যায়ের চিত্র সাংবাদিক মোস্তফা, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, অব:প্রাপ্ত আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজুরুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক হাসান, মানবাধিকার কর্মী সোহাগী আক্তার, কার্যকরী সদস্য হাসিব সহ আরো অনেকেই ।
দৈনিক মানবজমিন কসবা উপজেলা প্রতিনিধি সজল আহাম্মদ খান বলেন, অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান কে রিমান্ডের আওতায় এনে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আর যদি একটা সাংবাদিকের উপর কোন প্রকার আচড় পরে তাহলে কসবা থেকে সাংবাদিক হত্যার প্রতিবাদের আন্দোলন সৃষ্টি হবে।
এ সময় বক্তারা বলেন, দেশে প্রায় সময়ই
গণমাধ্যমকর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।