খান নাজমুল হুসাইন
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সাংবাদিক খান হামিদুল ইসলামের পারকুমিরা বাড়ির বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সূত্রে প্রকাশ, রবিবার ৩২ই মার্চ গভীর রাতে পারকুমিরায় খান হামিদুল ইসলামের বাড়ি থেকে নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নগদ ৭৫,৭০০৳ টাকাসহ ৩ টি স্বর্ণের আংটি ও ১ টি স্বর্ণের চেন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় একই এলাকার রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন কে বিবাদী করে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহকে কেন্দ্র করে বেশ কিছু দিন যাবৎ খান হামিদুল ইসলাম তার গ্রামের বাড়ি বড়বিলাতে অবস্থান করার সুযোগে গভীর রাতে মুরাদ হোসেন সাংবাদিকের বাড়িতে ঠুকে গ্রীলের তালা ভেঙ্গে আলমারিতে থাকা নগদ টাকাসহ স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে যায়। এ বিষয় পারকুমিরা এলাকার মুদি ব্যবসায়ী আফছার আলী বলেন, আমার দোকানে মোঃ মুরাদ কে আগে কেন দিন বসতে দেখেনি।কিন্তু রবিবার আমার দোকানে মুরাদ রাত্রে দীর্ঘক্ষণ বসে ছিল। এ ঘটনায় পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার মেহেদী হাসানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন চুরির বিষয়ে একটা অভিযোগ পেয়েছি এবং ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছি।