

সাংবাদিক ওয়াসিল উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
রিপোর্টার মাসুম ইসলাম:
প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিনের ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ওয়াসিল উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে সবার দোয়া কামনা করেছে তার পরিবার।
এছাড়া দিনটি উপলক্ষে সোমবার (১৮ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
ওয়াসিল উদ্দিন দৈনিক সংবাদ পত্রিকায় সাংবাদিকতা জীবন শুরু করেন এবং এই পত্রিকার সাথে মৃত্যুর আগ পর্যন্ত যুক্ত ছিলেন। ছাত্রজীবন থেকে ছিলেন রাজনীতি সচেতন। এরই ধারাবাহিকতায় দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজের নানা বিষয়ে খোঁজ খবর রাখতেন, রাখতেন যথেষ্ঠ জ্ঞান।
সাংবাদিক ওয়াসিল উদ্দিনের ছোট ছেলে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের বাসভবনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় ফখরুল আলম সমর তার বাবার বিষয়ে বলেন, আমার পিতা ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় সাংবাদিকতা করতেন। তিনি সাংবাদিকতা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র দৈনিক সংবাদ পত্রিকাতেই কাজ করেছেন, কোনো প্রকার সুযোগ-সুবিধা ও সাংবাদিকতা জীবনের উন্নতির আশায় অন্য কোনো পত্রিকায় যোগদান করেন নাই। তিনি একাধিকবার ঢাকা জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি বলেন, জীবন্ত বঙ্গবন্ধুকে আমি দেখি নাই। কিন্তু তাঁর মহান সংগ্রামী জীবন এবং তাঁর রাজনৈতিক দর্শন ও কর্মসূচি প্রথম জেনেছি আমার পিতার কাছ থেকে, যা আমাকে এই মহান নেতার প্রতি আকৃষ্ট করেছে। তাই জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জুলিওকুরি শান্তি পুরষ্কার প্রাপ্ত “শেখ মুজিব” আমার স্বপ্নের বঙ্গবন্ধু। আমার পিতার জন্য সকলে দোয়া করবেন।