বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫

সাংবাদিকদের হত্যার হুমকি ও সংবাদ সংগ্রহে বাধা: শিবপুরে ভয়াবহ ঘটনা

Logo
Desk Report 2 শুক্রবার, ০৬ ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার:

নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক সরেজমিন বার্তা-এর সাংবাদিক সাজেদুল হক প্রান্ত তার সহকর্মীদের নিয়ে শিবপুর থানাধীন কামরাব বাজারে যান একটি লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য।

সেখানে অভিযুক্ত সারোয়ার জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার পর তিনি সামনে আসেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সারোয়ার জাহান, তার বড় ভাই মাসুদ মিয়া এবং অজ্ঞাত ৮-১০ জনের একটি দল সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেয়। কথাবার্তার একপর্যায়ে তারা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সাংবাদিকরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা সরাসরি হত্যার হুমকি দেন এবং লাশ গুম করার ভয় দেখান।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সাজেদুল হক প্রান্ত শিবপুর থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন। থানার দিকে রওনা হওয়ার সময় অভিযুক্তরা পুনরায় তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি ভাঙচুর করার অপচেষ্টা করে।

ভুক্তভোগীরা শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাঈন অভিযোগটি আমলে নিয়ে আশ্বাস দিয়েছেন যে, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন। এই হামলা ও হুমকি স্বাধীন সাংবাদিকতার ওপর বড় ধরনের আঘাত বলে মনে করছেন গণমাধ্যমকর্মীরা।

ADVERTISEMENT

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগাণ্ডা ছড়ানোর প্রতিবাদে …

মহিউদ্দীন মাসুমঃ চৌদ্দগ্রামের বাতিসায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাতিসা বাজারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট …

দেলোয়ার হোসেন রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে ৪২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: মেলা হলো মানুষের এক আনন্দ সম্মিলন। আর পৌষমেলা হলো শীতে হাজার বছরের বাঙালির ভূমি থেকে উৎসারিত নবান্ন উৎসবের …