গিয়াস উদ্দিন লিটন, চট্টগ্রাম ব্যুরো– নির্বাচনি গণসংযোগ ও পথসভার মাধ্যমে রবিবার (১৬ জুলাই) ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে প্রচার প্রচারণাকরেন চট্টগ্রাম –১০ আসনের উপ–নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মো. মহিউদ্দিন বাচ্চু।
একটি বিশাল মিছিল সহকারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। গণসংযোগ ও পথসভা
ঈদগা কাঁচা রাস্তার মোড় থেকে শুরু হয়ে ঝরনা পাড়া,বাচ্চা মিয়া রোড, পানির কল, পিসি রোড,ডি টি রোড, মৌসুমি আবাসিক এলাকা, প্রাণহরিদাস রোড, হাফিজ কমিশনার রোঢ়, সরাইপাড়া আশরাফ আলী রোড, লাখী হোটেল, শান্তা পুকুর পাড়, হাজী ক্যাম্প হয়ে পাহাড়তলীবাজারের সামনে গিয়ে পথসভা ও গণসংযোগ শেষ হয়।
গণসংযোগ কালে তিনি লিফলেট বিতরণ করেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নিজের জন্য ভোট চান তিনি।
গণসংযোগ ও পথসভায় আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক সফল মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন, আলহাজ্ব মোঃ নুরুল আমিন, কাউন্সিলর ও আহ্বায়ক
১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ, আলহাজ্ব ছাবের আহাম্মদ সওদাগর যুগ্ম আহ্বায়ক,ও সাবেক কাউন্সিলর, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড।লায়ন এম শওকত আলী যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ ১২ নং সরাইপাড়া ওয়ার্ড, চট্টগ্রাম মহানগর।
এ. বি. এম লুৎফুল হক খুশি যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ ১২ নং সরাইপাড়া ওয়ার্ড, চট্টগ্রাম মহানগর।
এডভোকেট আরশাদ হোসেন আসাদ সহ–সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ,চট্টগ্রাম মহানগর।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ নেজাম উদ্দিন, মোঃ মুজিবুর রহমান মুজিব, মোহাম্মদ আলী, থানা আওয়ামী লীগ নেতা মোঃ সেকান্দার, পশ্চিম নাছিরাবাদ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, মহানগর যুবলীগ নেতা মোঃ ফারুক,
মোঃ আবু রাশেদ সমন্নয়ক পাহাড়তলী থানা সেচ্ছাসেবক লীগ।যুবলীগ নেতা মোঃ আশ্রাফ উদ্দিন; সারোয়ার মোর্শেদ সুমন, মোঃ বাবুল,মোঃ গিয়াস উদ্দিন মানিক, পাহাড়তলী থানা ছাত্রলীগের সভাপতিএডভোকেট মোঃ সুজন, বিশিষ্ট ব্যবসাহি ও সমাজ সেবক মোঃ জামাল সওদাগর, হোসেন সওদাগর সহ মহানগর,থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।