
নিজস্ব প্রতিবেদকঃ
যিনি নিজের নামের সাথেও করেছেন, প্রতারণা। প্রয়োজন অনুযায়ী কোথাও ব্যবহার করেন, ফারিয়া সুলতানা রিপা আবার কোথাও ফারিয়া খান রিপা। দীর্ঘ সময় ধরে নিজেকে সমাজের নিকট একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে বা নিজেকে সামনে তুলে ধরতে বা আনতে এবং অন্যের নিকট হতে বিভিন্ন পর্যায়ে সুযোগ-সুবিধা পেতে তিনি এই জঘন্যতম অপরাধ করেছেন বলে ধারণা করছেন, অত্র সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজ বা গভঃ হোম ইকোনমিক্স কলেজ কলেজ (প্রাক্তন কলেজের নাম) যেটি এখন বর্তমান নাম গভার্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের (আজিমপুর) অফিসের দায়িত্বশীল বিভিন্ন শাখার শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, কিছু ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে জাতীয় সরেজমিন বার্তার বিশেষ অনুসন্ধান টিমের একাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অনুসন্ধান করতে গেলে উক্ত প্রভাষক নামধারী ফারিয়া খান রিপা’র শিক্ষাকতার বিষয়ে বিস্তারিত জানতে চাওয়ার উদ্দেশ্যে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর নার্গিস আক্তার জাহান এর সঙ্গে আলাপ করতে গেলে তিনি নিজ কক্ষে উপস্থিত না থাকায় অফিসের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তারা জানান, এই নামের কোন শিক্ষিকা আমাদের এই কলেজে শিক্ষকতা করেন না এমনকি কখনও ছিলেনও না। সাংবাদিকদের জানতে চাওয়া প্রশ্নের জবাবে হোম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা অধ্যাপক (নাম প্রকাশে অনিচ্ছুক) অবাক হয়ে যান এবং বলেন, এটি কিভাবে সম্ভব? বিসিএস ক্যাডার (শিক্ষা)না হয়ে সরকারি এমন একটি সুনামধন্য কলেজের শিক্ষক-সেজে প্রতারণা করার চেষ্টা করে বা করার চেষ্টা করতে পারে, এরকম দুঃসাহস কর্ম করা একজন প্রতারকের পক্ষেই সম্ভব।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, কি নাম বললেন যেন, ওই প্রভাষকের? উনা’র নাম ফারিয়া খান রিপা। যাই হোক উনা’র শিক্ষা বা পড়ালেখার সীমানা সম্পর্কে নিখুঁত অনুসন্ধান চালানো অত্যাবশক হিসেবে দেখছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
তাই এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা একান্ত কাম্য বলে জানান, ক্যাম্পাসে অবস্থিত কিছু শিক্ষার্থীরা ও শিক্ষক-শিক্ষিকারা। আরো বলেন, আপনারা সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক নিউজ পাবলিস্ট করবেন এবং এই ধরনের অপরাধের সাথে যে বা যাহারা সম্পৃক্ত থাকবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা সেটাই দেখতে চাই। এতে উপকৃত হবে, ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র। পরাজিত হবে, অপরাধী, অপরাধীচক্র।
চলমান- ০১।