বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫

সভাপতিকে দাওয়াত না দেওয়াই শিক্ষক কে লাঞ্ছিত।

Logo
ifnews05@gmail.com রবিবার, ১২ ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ

মোঃ গিয়াস উদ্দিন লিটন : চট্টগ্রাম চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের ডংনালা উচ্চ বিদ্যালয়ের নারী পরিচ্ছন্নতা কর্মী মাচিংউ মারমার স্কুলে চাকরী এমপিও ভুক্ত হওয়ায় এবং প্রথম বেতনের টাকা পেয়ে খুশীতে নিজের ইচ্ছায় তাহার কর্মস্থল ডংনালা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিজ বেতনের টাকা থেকে এক বেলা মধ্যাহ্নভোজ করানোর জন্য ইচ্ছা পোষণ করেন।নিজের ইচ্ছা পূরণ করতে গত ০৮/৫/২০২৪ ইং তারিখ শিক্ষকদের জন্য বিদ্যালয়ের একটি রুমে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।উক্ত আয়োজনে এলাকার ২/৩ জন গণ্যমান্য ব্যক্তিকেও উক্ত পরিচ্ছন্নতা কর্মী দাওয়াত করেন।উক্ত মধ্যাহ্ন ভোজে নবনির্বাচিত সভাপতিকে দাওয়াত না দেওয়ায়, প্রধান শিক্ষককে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলমান থাকা অবস্থায় অতর্কিত হামলা মারপিট করা হয়।আটক করিয়া জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও হত্যার উদ্দেশ্যে গলা টিপিয়া ধরিয়া মুখে চড় থাপ্পড় দিয়া আলমারীর চাবি নিয়ে ফেলে,প্রকাশ্য দিবালোকে প্রধান শিক্ষক এর অফিস কক্ষে ৬ জন শিক্ষক এবং বিদ্যালয় কমিটির আরো ৩ জন সদস্যের উপস্থিতিতে এই ঘটনা ঘটে,সভাপতির আচরণে সবাই হতভম্ব হয়ে পড়ে। বিদ্যালয়ের রান্না বিষয়ক ক্লাশের কিছু হাড়ি পাতিল জোর পূর্বক বস্তা ভরিয়া নিয়া যায়। যাওয়ার সময় পরিচ্ছন্ন কর্মী মিথুন কান্তি সাহাকে হুমকি দেয় যে, আমার কথা মত বিদ্যালয় পরিচালনা হইবে।অন্যথায় বিদ্যালয় এবং এলাকা ছাড়া করা সহ জানে মেরে ফেলার ও হুমকি দেয়,উক্ত বিষয়ে পরিচ্ছন্ন কর্মী মিথুন কান্তি সাহা(৫৭) বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল করিম বলেন লিখিত অভিযোগ পাওয়ার পর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।পরবর্তীতে এস আই মোমিনের নের্তৃত্বে এজাহার নামীয় বিবাদীকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিবাদীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ADVERTISEMENT

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগাণ্ডা ছড়ানোর প্রতিবাদে …

মহিউদ্দীন মাসুমঃ চৌদ্দগ্রামের বাতিসায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাতিসা বাজারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট …

দেলোয়ার হোসেন রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে ৪২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: মেলা হলো মানুষের এক আনন্দ সম্মিলন। আর পৌষমেলা হলো শীতে হাজার বছরের বাঙালির ভূমি থেকে উৎসারিত নবান্ন উৎসবের …