হোসেন বলেছেন, সবার জন্য উন্মুক্ত থাকবে জিয়া স্মৃতি জাদুঘর, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থাপিত জিয়া স্মৃতি জাদুঘরকে বন্ধ করে রেখেছিল।
শাহাদাত হোসেন : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত
তিনি বলেন, চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ জিয়ার রক্ত মিশে আছে। দেশী বিদেশি ষড়যন্ত্রে এই সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন তিনি। সার্কিট হাউস শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থান। তারা সবার কাছ থেকে জিয়াকে আড়াল করতে চেয়েছিল, কিন্তু সফল হতে পারেনি। শহীদ জিয়ার নাম রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউরীস্থ জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাৎ বরণের বেদনা সিক্ত জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের দিনব্যাপী কর্মসূচিতে এতিম শিশুদের অংশগ্রহণে কোরান তেলাওয়াত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।তিনি আরো বলেন জাদুঘর থেকে শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল। শহীদ জিয়ার নাম লেখা যায়, মোছা যায় না। জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে।