
ওমর ফয়সাল, বিশেষ প্রতিনিধি
সন্দ্বীপ সরকারি হাজী আবদুল বাতেন(এবি) কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মোঃ নাইম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাছান নির্বাচিত হয়েছেন। গত সোমবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছর এ কমিটির মেয়াদ থাকবে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক’কে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।
গত রবিবার কলেজ অডিটোরিয়ামে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন, সেক্রেটারি সামি উদ দৌলা সীমান্তসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।