
ওমর ফয়সাল, বিশেষ প্রতিনিধি
সন্দ্বীপ পৌরসভার ২০২৩–২৪ অর্থ বছরের ৪৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এসময় পৌরসভার বিগত বছরের উন্নয়নকর্মকাণ্ড ও আগামী অর্থবছরে পরিকল্পনাগুলো পৌরবাসীর কাছে তুলে ধরা হয়।
শনিবার (১৫জুলাই) সন্দ্বীপ পৌরসভা অডিটোরিয়ামে পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, মুস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামিল ফরহাদ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা, হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবুল কাসেম মোল্লা, পৌরসভারকাউন্সিলরসহ আগত অতিথিরা।
সভাপতির বক্তব্যে প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে মেয়র সেলিম বলেন, আমরা বিগত অর্থ বছরের তুলনায় কোন নতুন ট্যাক্স বৃদ্ধি করেনি।সন্দ্বীপ সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে আসা জাতীয় গ্রিডের বিদ্যুতের সুবিধার কারণে নতুন নতুন ভবন হচ্ছে। এতে করে সন্দ্বীপ পৌরসভারহোল্ডিং ট্যাক্স প্রদানকারীর সংখ্যাও বাড়ছে বলে তিনি জানান।
বাজেট অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে পৌর মেয়রকে অনুরোধ করেন বর্জ্যব্যবস্থাপনা গড়ে তোলার জন্য। এছাড়া তিনি পৌরসভাকে যৌক্তিক টেক্স নির্ধারণ করার জন্য আহবান জানিয়ে বলেন পৌরবাসীর উপরঅতিরিক্ত টেক্স যাতে আরোপ করা না হয় সেদিকে যেন খেয়াল রাখা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন বলেন, সন্দ্বীপ পৌরসভাসহ সারাউপজেলায় এমপি মাহফুজুর রহমান মিতার যে বিস্ময়কর উন্নয়ন তাতে আগামী নির্বাচনেও তিনি নৌকার মাঝি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেসন্দ্বীপ আসন উপহার দিতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, অচিরেই সন্দ্বীপ পৌরসভার আনাচে কানাচে বিদ্যুতেরআলোয় আলোকিত হবে। যেসব জায়গায় এখনো বিদ্যুতের সংযোগ স্থাপন হয়নি সেসব এলাকার কাজ শীঘ্রই শুরু হবে। সে লক্ষ্যে টেন্ডারপ্রক্রিয়াসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এছাড়া তিনি পৌরসভায় সুশাসন নিশ্চিত করার জন্য মেয়রকের নির্দেশ প্রদানকরেন। পৌরসভার উন্নয়নগুলো যাতে টেকসই হয় সেজন্য তিনি মেয়রকে অনুরোধ জানান।