খাদেমুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো- আগষ্ট মাস শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিবের ৪৮তম শাহাদাত বার্ষিকীর মাস হিসেবে পুরো মাস ব্যাপী শোক র্যালী,শোকসভা আলোচনা সভা হয়ে থাকে। তারইধারাবাহিকতায় চট্টগ্রামের সন্দ্বীপে আলোচনা সভা ও শোক র্যালী আয়োজন করল সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১১ টার দিকে সন্দ্বীপের গুপ্তছড়া সড়কের এনাম নাহার মোড় থেকে শোক র্যালী শুরু হয়ে উপজেলাকমপ্লেক্স চত্তরে এসে শেষ হয়।
শোক র্যালী তে সন্দ্বীপ সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন ও ছাত্রলীগের সাধারন সম্পাদক সামি উদ দৌলাসিমান্ত সহ ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন,পৌরসভা ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
র্যালী শেষে সন্দ্বীপ উপজেলা কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলাআওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বেদন, নব নির্বাচিত সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারনসম্পাদক মাইন উদ্দীন মিশন, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেসা জেসি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।
সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সামি উদ দৌলা সিমান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগেরসভাপতি মাহফুজুর রহমান সুমন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সহ সভাপতি জামসেদ খাঁন, সহ সভাপতি জাবের আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন দপ্তর সম্পাদক আবু বক্কর, উপ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সোহাগ শিকদার সহ জেলা ওউপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।