চট্টগ্রাম ব্যুরো চট্টগ্রামের সন্দ্বীপে সবজির চারা বিক্রয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক মোজাক্কের(৭০)। তিনি একসময় প্রবাসে ছিলেন। তার বাড়ি হারামিয়া ০২ নং ওয়ার্ডে।তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাজী নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে আগাম শীতকালীন সবজি আবাদের লক্ষ্যে চারা উৎপাদন করেছিলেন। তিন হাজার টাকার বিভিন্ন ধরনের সবজির বীজ কিনেন তিনি। বীজতলায় মরিচ,টমেটো,বেগুন চারা উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রি করেন। কৃষক মো. মোজাক্কের জানান, এপর্যন্ত তিনি ৩৭ হাজার টাকার চারা বিক্রি করেন। স্বল্পপরিসরে চারা উৎপাদন শেষে এখন বড় পরিসরে উৎপাদনের স্বপ্ন দেখছেন কৃষক মোজাক্কের।