খাদেমুল ইসলাম- সন্দ্বীপ উপজেলা প্রশাসন কতৃক ১৮ অক্টোবর সকাল ১০ টায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক বিশেষ র্যালি আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা কমপ্লেক্স চত্তর থেকে প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো উপজেলা মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা কমপ্লেক্স চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর কবি আবদুল অডিটোরিয়াম এ শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ উপজেলা নির্বাহি কর্মকর্তা সম্রাট খীসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন।
অনুষ্ঠানে শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।