খাদেমুল ইসলাম, সন্দ্বীপ প্রতিনিধি-চট্টগ্রামের সন্দ্বীপে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন।
এরপর সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মো: খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মাঈন উদ্দীন মিশন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম,সন্দ্বীপ থানার ওসি তদন্ত জাকির হোসেন ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, সন্দ্বীপ উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ওমর ফারুক এবং মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন এবং তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে বলেন।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সন্দ্বীপ উপজেলা পরিষদের ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের পর সন্দ্বীপ পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ,সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জ্বীনের বাদশা সেজে প্রতারণা, পিবিআই যশোর কর্তৃক কুষ্টিয়া থেকে প্রতারক গ্রেফতার
মোঃ রিপন হাওলাদার: জ্বীনের বাদশা সেজে হুজুরের খাদেম পরিচয়ে চিকিৎসার...