

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম ব্যুরো- জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালির আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নবপ্রজন্মে মুজিব। স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস২০২৩ উপলক্ষ্যে আয়োজিত শোক র্যালি করা হয়।
রবিবার (২০আগস্ট) সকাল ১০ টার দিকে শোক র্যালিটি পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়েশেষ হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
নব প্রজন্মে মুজিব এর সভাপতি ও সাবেক মেয়র জাফর উল্যাহ টিটুর নেতৃত্বে শোক র্যালিতে সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হোন। এসময় আরো উপস্থিত ছিলেন নব প্রজন্মে মুজিব সন্দ্বীপের সাধারণসম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম দুলাল, আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর শাহাদাত বিল্লাহ খান মহসিন, সাবেক কাউন্সিলরমোসাদ্দেক হোসেন, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, এবি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আকবর হোসেন সাজেদ, যুবলীগনেতা এবিএস লিটন, সাবেক মেম্বার আকবর হোসেন, আওয়ামীলীগ নেতা জয়নাল মেম্বার, যুবলীগ নেতা সাইফুল মেম্বার, সিরাজমেম্বারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
শোক র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক মেয়র ও পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর উল্যা টিটু দলকেহাইব্রিড মুক্ত রেখে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।