
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম ব্যুরো– সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের কৃর্তি সন্তান ও মানবিক মানুষ আমেরিকা প্রবাসী মনিরুজ্জামান চৌধুরীপ্রকাশ শিমুল চৌধুরী সন্দ্বীপ প্রেসক্লাবের সংবাদ কর্মীদের সাথে মতবিনিময়কালে জানান একটি ICU স্থাপনের স্বপ্ন নিয়ে । তিনি অনেকবছর ধরে নীরবে নির্ভৃতে সন্দ্বীপ বিভিন্ন ক্রীড়া সংস্কৃতি,শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,মাদ্রাসা ও মন্দিরে দান করে গেলেও কখনো প্রচারনায়আসেননি। গত ৫ বছর আগে সাংবাদিক বাদল রায় স্বাধীন এক প্রতিবন্ধী বোন রাশেদার দুরদর্শার চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশকরেন একটি টিভি চ্যানেলে। তাতে মেয়েটি বাজার থেকে কুড়িয়ে আনা পাকা তরমুজের খোসা রান্না করে দুপুরের খাবারের ব্যবস্থাকরছিলেন। তাও মানুষের খেয়ে রাস্তায় ফেলা দেওয়া তরমুজের খোঁসা। অন্যদিকে বেড়িবাঁধের বাইরে অরক্ষিত অবস্থায় তার জীবনকাটছিলো। উক্ত হৃদয় ছোঁয়া প্রতিবেদনটি ওনার দৃষ্টিতে পড়লে তিনি আবেগ তাড়িত হয়ে আড়াই লা টাকা খরচ করে মেয়েটির জন্যে একটি ঘর, টয়লেট, টিউবওয়েল সৌর বিদ্যুৎ সহ প্রয়োজনীয় সব কিছু করে দেওয়ার দায়িত্ব নেন। এই মহতি উদ্যোগ ওনাকে জনসন্মুখে নিয়ে আসে। সেই থেকে ওনার বিভিন্ন মানবিক কাজ সর্বমহলে প্রশংসিত হয়।তার ধারাবাহিকতায় তিনি বিভিন্ন মসজিদ,মাদ্রাসা, মন্দির, ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদানের পাশাপাশি অনেক গুলো হুইল চেয়ার, সৌর প্যানেল, সেলাই মেশিদ, বিদ্যালয়ে কম্পিউটারপ্রদান,অনেক গুলো পরিবারের প্রতিনিয়ত ভরন পোষনের টাকা প্রদান,শীতবস্ত্র বিতরন, করোনাকালীন খাদ্য সহায়তা প্রদান, দুঃস্থঅসহায়দের চিকিৎসা সেবা, গৃহ নির্মান সামগ্রী প্রদান, কন্যাদায়গ্রস্থ পিতাকে সহ–যোগিতা সহ অনেক মানবিক কাজ করে আসছেন।
রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সন্দ্বীপ প্রেসক্লাবের মতবিনিময় সভায় তিনি বলেন আমি বিত্তবান না হলেও স্রষ্টা আমাকে আমার প্রয়োজনের চেয়ে বেশী দিয়েছেন। আমার অর্জিত টাকা দিয়ে আমার নিজস্ব আরাম আয়েশ বা ভোগ বিলাসের কোন ইচ্ছা নেই। বরং আমি আমার সেই সম্পদ বা অর্জিত টাকা অসহায়, গরীব,শীতার্থ মানুষ বা বৃদ্ধদের কল্যানে ব্যায় করে তৃপ্তি পাই। আমি শুধুআপনাদের দোয়া প্রত্যাশা করছি। আমার কোন রাজনৈতিক উচ্চ বিলাসিতা নেই। আল্লাহ যেন আমাকে ও আমার স্বজনদের সুস্থ ওনিরাপদ জীবন দান করেন।এ সময় তিনি আরো বলেন আমি প্রচার বিমুখ একজন ব্যক্তি। আমার সাধ্যমতে সমাজের অবহেলিত গরীবদুঃখী মেহনতী মানুষের সেবা করে বাকি জীবন কাটাতে চাই। তার জন্য আপনাদের সহযোগিতা চাই। বর্তমানে আমাদের সন্দ্বীপে সরকারি বেসরকারি হাসপাতালে নেই কোন আইসিইউ ব্যবস্থা। যার কারনে অনেক রোগী মারা যায়। আমি আমার সাধ্যমতে চেষ্টা করে যাচ্ছি নিজ উদ্যেগে হোক বা সকলের সহযোগিতার মাধ্যমে সন্দ্বীপে একটি আইসিইউ চালু করা যায় কিনা।তার জন্য স্বাস্থ্য বিভাগ,স্থানীয় এমপি,উপজেলা চেয়ারম্যান, নির্বাহি কর্মকর্তা ও নীতি নির্ধারনী পর্যায়ের সকলের সহযোগিতা চাই। আমি নিজস্ব তহবিল ও বন্ধু বান্ধব থেকে তার জন্য প্রয়োজনীয় সব অর্থের ব্যবস্থা করবো।
এ সময় প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, বিশিষ্ট ব্যাংকার আখতারুজ্জামান সুজন, রেমিটেন্সযোদ্ধ মো. জসিম উদ্দিন, সাংবাদিক বাদল রায় স্বাধীন সহ সকল সংবাদ কর্মীরা প্রবাসী শিমুল চৌধুরীর এই মহতি চিন্তার ভূয়সী প্রশংসাসহ একটি প্রতিবন্ধী স্কুল ও চিকিৎসা কেন্দ্র স্থাপনের আহবান জানালে সে বিষয়ে তিনি কাজ করার প্রতিশ্রুতি দেন।