
সন্দ্বীপের রহমতপুর ৪নং ওয়ার্ডের বেড়িঁবাধের পাশেই থাকেন আব্দুল্লাহ ভাই। ১৯৮৯ সালে তিনি মুসলিম হয়ে এখানেই থাকেন। তবে নিজস্ব ভিটামাটি থাকলেও ছিল না বাসযোগ্য একটি ঘর। একটি জীর্ণশর্ণ ঘরে পার করেছেন নিজের প্রায়াই জীবন। বিষয়টি তরুণ সমাজিক কর্মীদের কানে আসলেই তারা উদ্যেগ নেয় আব্দুল্লাহ্ ভাইয়ের ঘরটি নির্মাণ করে দিবে।
স্থানীয় ইউপি সদস্য ইয়েল মেম্বারের সাথে কথা বলে ঘরটি করার উদ্যেগ নেয় তরুণ সমাজকর্মী হাসান আল নাহিয়ান, মোঃ রুস্তম, আব্দুর রহমান ইমন ও ফয়সাল খান মাহি।
সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কল্যাণে বিভিন্ন দেশী ও প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতায় ঘরটির কাজ শুরু হয়।
ঘরের কাজ সম্পন্ন হলে ঈদের ৩য় দিনে তরুণরা ঈদ উপহার হিসাবে আব্দুল্লা ভাইকে ঘরটি বুঝিয়ে দেন।
এই বিষয়ে ঘরের ফান্ড কালেকশনে থাকা হাসান আল নাহিয়ান বলেন- আমরা যখন জানতে পারি এক অসহায় বৃদ্ধা জীর্ণশীর্ণ ঘরে খুব কষ্টে দিন কাটাচ্ছে, তখন আমরা উদ্যেগি হয় এটা নিয়ে কাজ করতে। এই ঘর নিয়ে কাজ করতে দেশ ও প্রবাসের অনেক ভাইরা সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে বলে আমরা কাজ করতে প্রেরণা পায়।
আরেক সমাজকর্মী আব্দুর রহমান ইমন বলেন- আমাদের আশপাশে এমন অনেক অসহায় মানুষ আছে, কারো অন্ন নেই কারো বাসস্থান নেই। আমরা প্রবাসী ভাইদের সহযোগিতায় আমাদের সাধ্যমতে সে সকল মানুষের পাশে দাড়াঁতে চেষ্টা করি। আমরা তরুণরা একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাব-ইনশাল্লাহ্।
এভাবে মানবিক ও সামাজিক উন্নয়ন মূলক কাজে তরুণরা এগিয়ে আসায় সাধুবাদ জানান দ্বীপের বাসিন্দারা।