ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের সামাজিক সংগঠন সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির ৩০ তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১ টার সময় জেলার অফিসার্স ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পায়েল দাশ এর সঞ্চালনায় ও সভাপতি স্বপন ভট্টাচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি তিনি বললেন সনাতনী শক্তিকে এগিয়ে নিতে যুব সমাজের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।মানুষের কল্যাণে কাজ করতে হবে।এবং ভালো ভাবে পড়াশোনা করতে হবে। ভালো মানুষ হয়ে উঠতে হবে। এতে আরো স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য।
জানা যায়, মানুষের কল্যাণে দীর্ঘ ৩০ বছর যাবৎকাল ধরে দরিদ্র শিক্ষার্থীদের বই ও আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারের মেয়ের বিবাহ কাজে আর্থিক সহযোগিতা, অসহায় মানুষদের নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম( বার), পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট বিধান কানুনগো, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদ বাংলাদেশ খাগড়াছড়ি শাখার সভাপতি তপন কান্তি দে,সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি স্বপন চৌধুরী,রাঙ্গামাটি জেলার সনাতন যুব পরিষদের সভাপতি অজিত শীলসহ সনাতন সমাজের নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন।
আয়োজিত অনুষ্ঠানটিতে শুরুতে সংগঠন এর দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত কন্ঠে গীতা শিক্ষার্থীদের গীতা পাঠ ও সনাতন ছাত্র যুব পরিষদের মুল সঙ্গীত পরিবেশন এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ADVERTISEMENT