
জুনায়েদ কামাল, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর বেগমগঞ্জে নিরাপদ সড়ক, রমজান বিবি বাজারে ফুটওভারব্রিজ নির্মাণ ও সড়ক দুর্ঘটনায় নিহত আনহাজ এর হত্যাকারী হিমাচল বাস এর চালক মামুনের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় উপজেলার মাইজদী চৌমুহনী হাইওয়ে সড়ক অবরোধ করে রমজান বিবি বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, রমজান বিবি বাজারের ব্যবসায়ী, স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন স্কুল মাদ্রাসার শতশত শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা নিছক দুর্ঘটনা নয় বরং কাঠামোগতভাবে এটি একটি হত্যাকাণ্ড। রাস্তায় যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায়, ফিটনেস বিহীন যানবাহন চলাচলে এবং অদক্ষ চালকের কারণে হরহামেশাই এমন দুর্ঘটনা ঘটে। এসব দেখভাল করার দায়িত্ব যাদের ঘাড়ে, তারা সরকারের চোখ ফাঁকি দিয়ে পায়ের উপর পা নাড়ে। দায়িত্বশীলদের ব্যাপক উদাসীনতায় প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান বলে তারা অভিযোগ করেন।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত আনহাজ এর হত্যাকারী মামুনের ফাঁসির কার্যকর করতে হবে। এবং রমজান বিবি বাজারের উপর একটি ফুটওভারব্রিজ নির্মাণ করার দাবি জানান।